July 27, 2024, 9:11 am

স্বপ্নের কাফেলায়!


আকাঙ্ক্ষার পারদ উঠা-নামা করে ঈমান শূন্যের কোটায়!
ইসলামের প্রথম সোপান পাঁচটি মূল স্তম্ভ জানলেও
মানো কি সবাই?
ঈমান,নামাজ, রোজা, জাকাত ও হজ্জ পালন।
সত্য ন্যায় নীতির পথে আছো কি সবাই-
বাস্তবতার দেয়ালে হেলান দিয়ে বসে ভেবেছ কি?
ভেবে দেখো মন, নিজেকে প্রশ্ন করো একবার,
করেছো কি আয়োজন- হয়েছে কি অনুভব?
পাঁচ ওয়াক্ত সালাত আদায় ও কায়েম করো কি সবাই?
অনন্তকালের জন্য কিছু পাথেয় জোগাড় করেছ কি
প্রস্তুত?
নিগূঢ় ভাবে দেখো, ঈমান গেলে সবই যাবে চলে;
“নামাজ বেহেস্তের চাবি” “রোজা হলো ঢাল স্বরূপ।”
বুকে আঁকড়ে ধরো পবিত্র আল-কুরআন।
হৃদয় প্রশস্ত করো, হাতটি খুলে দাও যাকাত ভাই
আদায় করো গোপনে-সংগোপনে গরিবের হক-
মন খুলে দান খয়রাত কমবেশি সাধ্যমত করা চাই।
হও যদি সামর্থ্যবান “হজ্জ” ফরজ কথাটি যেন কভু
ভুলে না যাই।
নামাজ শুধু একা না পড়ে করো কায়েম- যত পারো দাও দাওয়াত।
একটি সহীহ হাদিস হলেও করো প্রচার মুসলমান;
সৃষ্টিকর্তার নিকট চোখের পানি ঝরিয়ে নেক দিলে
চাও!
হতাশার চরে-ক্ষমার পেয়ালা হাতে, মুক্ত করে দাও;
হৃদয়ের কাবায় কাফেলা সাজিয়ে হয়েছি মজলুম;
তুমিতো মহা অন্তর্যামী মহাজ্ঞানী তবুও স্বীকার করছি,
জানা-অজানা,ভিতর বাহিরে যাবতীয় গুনাহ সমূহের,
শুকরিয়া আদায় করছি তোমার নেয়ামত গুলোর;
যদিও তোমার নেয়ামতের বর্ণনা করে শেষ হয়না আর; অসীম দয়াময় তবুও যতটুকু দিয়েছো সামর্থ্য অধিকার হয়েছি শোকর গোঁজার- হে পাক পরওয়ারদেগার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :