May 19, 2024, 12:13 pm

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ১৬ মে বৃহস্পতিবার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।

পঞ্চগড় জেলার ঐতিহ্য ও ঐতিহাসিক আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক প্রতিবছরের ন্যায় এবারও বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন একই সময়ে হওয়ার কারণে এবার ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (১৬ মে) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশ মোবারক সুষ্ঠ ,সুশৃঙ্খল ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ৬ মে ) বিকেলে বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদরাসা মাঠে এ উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সু-শৃঙ্খল পরিবেশে ওরশ অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্র্তা জাকিরুল ইসলাম, বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওঃ আব্দুর রউফ প্রমুখ। ঐতিহাসিক বার আউলিয়া মাজারের ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠভাবে পালনের লক্ষ্যে মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের কারণে ঐতিহ্যবাহী বার আউলিয়া মাজার ওরশ মোবারক বৈশাখের শেষ বৃহস্পতিবারের পরিবর্তে ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশ শরীফে লাখো লাখো লোকের সমাগম হবে। এখানে পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ওই দিন মাজার এলাকা সি সি ক্যামেরার আওতায় থাকবে। তিনি স্থানীয় খাদেম পরিবারের সদস্য সহ সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :