June 26, 2024, 9:12 pm

মিশিগানের ওয়াটার পার্কে বন্দুক হামলায় অন্তত ৯ জন আহত: পুলিশ

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের একটি ওয়াটার পার্কে শনিবার এক বন্দুকধারীর গুলিতে এক শিশু সহ অন্তত নয়জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
স্থানীয় শেরিফের কার্যালয় বলেছে,সন্দেহভাজন ব্যক্তি ডেট্রয়েটের শহরতলির রচেস্টার হিলসের কাছে এই বন্দুক হামলা চালায়।
‘এটা মনে হচ্ছে যে হামলাকারী ব্যক্তি একটি গাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং ফোয়ারার প্যাডের কাছে এসে গুলি করেছে। পুনরায় লোড করা হয়েছে,গুলি চালানো হয়েছে।’
ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বাউচার্ড সাংবাদিকদের বলেছেন,খুব এলোমেলো গুলি ছোঁড়া হয়েছে বলে মনে হচ্ছে, তিনি মনে করেন যে বন্দুকধারীর সাথে ‘আহতদের কোন সংযোগ ছিল না।’
তিনি বলেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে,আট বছরের এক শিশুসহ বিভিন্ন বয়সের নয় থেকে ১০ জন হামলার শিকার হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি গ্লোক হ্যান্ডগান ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বাউচার্ডের মতে,‘আমরা বিশ্বাস করি সন্দেহভাজন ব্যক্তি আমাদের কাছাকাছি রয়েছে।’
তিনি বলেন, সোয়াট টিম এবং সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন,‘এই বন্দুক হামলা সম্পর্কে জানতে পেরে তার হৃদয় ভেঙে পড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :