June 26, 2024, 9:09 pm

রেললাইনে ফাটল, ট্রেন চলছে ধীরগতিতে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। ফলে এ পথ দিয়ে ধীরগতিতে ট্রেন চলছে। আজ রোববার (১৬ জুন) বেলা ১১টার দিকে দর্শনা হল্ট ও উথলী স্টেশনের মাঝামাঝি স্থানে ঘোড়ামারা রেলগেটের অদূরে এই ফাটল নজরে পড়ে।
এদিন দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ঘটনাস্থলে লাল কাপড় টানিয়ে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস। রেললাইন ফাটলের বিষয়ে উথলী ঘোড়ামারা রেলগেটের গেটম্যানের নজরে এলে তিনি কর্তৃপক্ষকে জানান।
উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস বলেন, বিষয়টি জানার পরই মেরামতের কাজ শুরু করা হয়। ঘটনাস্থল দিয়ে ট্রেন ধীরগতিতে চলছে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, উথলীতে রেললাইন ভেঙে গেছে বলে জেনেছি। ভাঙা অংশ কেটে বাদ দিয়ে মেরামত চলছে। ঘটনাস্থল দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটবে না।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারিতে একই স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছিল। সেই সময় উথলী রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার আবু সাঈদ সংবাদকর্মীদের জানিয়েছিলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে রেললাইনে ফাটলের ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :