June 26, 2024, 9:10 pm

সৌদিতে দুর্ঘটনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকে নাম-মোহাম্মদ রিদওয়ানুল হক হৃদয় (২৫)। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মফিজ কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে।
শনিবার (১৫ জুন) সৌদি সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) আবাহার মাহাইল এলাকার এক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রাতে সড়ক পার হবার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়।
এতে তিনি মাথায় আঘাত পান। পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয় ২ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি চাচার দোকানে চাকরি করতেন।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, মরদেহ দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :