June 27, 2024, 1:46 am

ইথিওপিয়ায় ২০২৪ সালে মানবিক দায়িত্ব পালনকালে ৫০ ত্রাণকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ায় ২০২৪ সালে মানবিক দায়িত্ব পালনকালে প্রায় ৫০ ত্রাণকর্মী নিহত হয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এ কথা জানিয়েছে।
রোববার ইথিওপিয়া বিষয়ক প্রকাশিত এক রিপোর্টে সংস্থাটি বলেছে, পূর্ব আফ্রিকান দেশটির বিভিন্ন এলাকায় অনিরাপদ পরিস্থিতির কারণে মানবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী অফিস (ইউএনওসিএইচএ) জানিয়েছে, ২০১৯ সাল থেকে ইথিওপিয়ায় ৪৬ ত্রাণকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে ৩৬ জন ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সহিসংতার কারণে প্রাণ হারায়।
বিশ্ব খাদ্য কর্মসূচি তার সর্বশেষ প্রকাশিত এই প্রতিবেদনে তহবিল সংকটের কারণেও ইথিওপিয়ায় মানবিক কার্যক্রম বিঘিœত হচ্ছে বলে উল্লেখ করেছে।
সংস্থাটি আন্তর্জাতিক দাতা দেশসমূহের কাছে জরুরি ভিত্তিতে তহবিল সরবরাহের আবেদন জানিয়েছে।
আগামী ছয়মাসে দেশটিতে মানবিক কার্যক্রমের জন্যে সংস্থাটির ৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :