June 29, 2024, 2:26 pm

আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। “ বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিনব্যাপি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজ সেবা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। আটোয়ারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অ.দা.) তৌকির আহমেদ এর  সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপি প্রশিক্ষণে সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন গ্রাম সমিতির ক্ষুদ্রঋণ গ্রহীতারা সহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে জেলা সমাজ সেবা কার্যালয় পঞ্চগড় এর উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় সমাজ সেবা দপ্তরের বিভিন্ন সেবা সমুহের কথা বর্ণনা করেন এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে আরো প্রশিক্ষকের দায়ীত্ব পালন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক। ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক আলোচনা সহ ঋণ খেলাপীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন সমুহের  উপর বিস্তারিত আলোচনা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া। এসময় গণমাধ্যমকমর্ীসহ ক্ষুদ্রঋণ গ্রহীতারাও নিজের অনুভুতি ব্যক্ত করেন বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :