July 3, 2024, 4:34 pm

নেই দুই হাত ও এক পা, অদম্য রাসেল পরীক্ষা দিচ্ছেন বাকি পায়ে কলম ধরে

দুই হাত ও ডান পা নেই। বাঁ পা থাকলেও তা স্বাভাবিক আকারের চেয়ে অনেক ছোট। তবে পড়াশোনায় বাধা হতে পারেনি শারীরিক এ প্রতিবন্ধকতা। এক পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে পরীক্ষা দিচ্ছেন আলিম পরীক্ষা।

ওই পরীক্ষার্থীর নাম রাসেল মৃধা। রবিবার (২৯ জুন) নাটোর আল মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নেন তিনি। এর আগে ২০২২ সালে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৩.৮৮ পেয়ে উত্তীর্ণ হন তিনি।

রাসেল মৃধা নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র।

রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, ‘লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করেও পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। সরকারের কাছে দাবি, রাসেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক।’

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, ‘রাসেল মৃধা এবছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে পাস করেছে। আমরা আশাবাদী রাসেল এবারও ভালো ফল অর্জন করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :