July 3, 2024, 8:25 pm

আটোয়ারীতে বাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনি অনুষ্ঠান

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ,স্বাবলম্বী ও আত্মকমর্ী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে  যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে ০১ মে ২০২৪ বুধবার ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রটি উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে দুই মাসব্যাপি সুশৃঙ্খল পরিবেশে প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার ( ৩০ জুন) আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষনা করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ ( টেকাব-২য় পর্যায়)” শীর্ষক কারিগরি সহায়তায় আটোয়ারীতে ভ্রাম্যমান কম্পিউটার শীতাততপ নিয়ন্ত্রিত বাসে উপজেলা পরিষদ চত্ত্বরে দুই মাসব্যাপি চারটি  শিফটে ৪০ জন নারী-পুরুষকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। এসি বাসের ভিতরে আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই শিক্ষিত যুবক- তরুণীরা প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে ৩০ জুন বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তর করতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত যুবক-তরুণীদের মধ্যে নতুন চেতনা আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় নিজের অনুভুতি ব্যাক্ত করে প্রশিক্ষনাথর্ীদের মধ্যে বক্তব্য রাখেন,সবুজ রানা ও জান্নাতুল ফেরদৌস ইউলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :