April 27, 2024, 7:06 pm

পাবনায় কবি কন্ঠে সম্প্রীতির কবিতা পাঠ ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। হিংসা-বিদ্বেষ কিংবা সাম্প্রদায়িকতা নয় অসাম্প্রদায়িক চেতনা ও নির্মল প্রীতিময় ভালোবাসায় স্বদেশভূমিকে বসবাসের উপযোগী করার দাবি নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে কবিকণ্ঠে সম্প্রীতির কবিতা পাঠ ও মানববন্ধন। গত ২২ অক্টোবর’২১ বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলার সকল লিটিলম্যাগের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ কামরুজ্জামান। যে সমস্ত কবি লেখক ও সাংবাদিক অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা ও কবিতা আবৃত্তি করেন তারা হলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, সৈয়দা কামরুন নাহার শিল্পী, আদ্যনাথ ঘোষ, এস এম রাজা, মানিক মজুমদার, সাঈদ হাসান দ্বারা, যাযাবর জিয়া, নজরুল ইসলাম মুকুল, জুলফিকার কবিরাজ, আব্দুল হালিম বাচ্চু, রেহানা সুলতানা শিল্পী, মোখলেস মুকুল,জাহিদ সোবাহান, শফিক লিটন,গোবিন্দ লাল হালদার, অলোক আচার্য, জুবায়ের দুখু, দেওয়ান বাদল, জান্নাতুল ফেরদৌস অনি, আসাদ বাবু, আল-আমিন হোসেন লিমন, ভাস্কর চৌধুরী, প্রাবন্ধিক আব্দুর রউফ, শায়েখ সৈয়েব, মাজহার উল ইসলাম, বেগম ফিরোজা খান,মরিয়ম বেলারুসি, সহকারী অধ্যাপক সুমন সামস,আকরাম হোসেন, শেখ রেজাউল করিম,পল্লব কুমার সাহা, বাবলা মাহফুজ, শাহরিয়ার মুনিম কাব্য, আব্দুস সাত্তার শিপলু,এনামুল হক টগর, শিশির ইসলাম,মমতাজ রোজ কলি, মির্জা রানা,মজিদ মাহমুদ, এডভোকেট ইমরান হোসেন, অধ্যাপক মোঃ জামাল উদ্দীন, লতিফ জোয়ার্দার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালেক শিবলু।
এর আগে এ হামিদ রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :