April 28, 2024, 10:39 am

কোটচাঁদপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।

“সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ”র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, প্রেসক্লাব কোটচাঁদপুর সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী এনাম আহাম্মদ মৃদুল, কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক সুব্রত কুমার, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার প্রমুখ। সে সময় অতিথিদের উদ্দেশ্য কিশোর কিশোরী ক্লাব জেন্ডার প্রমটারের শিক্ষার্থীরা ইভটিজিং বিষয়ক নাটিকা উপস্থাপন করেন। ইভটিজিং নাটিকার রচয়িতা নুসরাত জাহান এ্যানি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, কন্যাশিশু, সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :