April 28, 2024, 10:19 pm

কাজিপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন 

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৬জানুয়ারি সোমবার বেলা ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দ্বিতীয় পর্যায়ে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। 

এ উপলক্ষে  কাজিপুর উপজেলার মেঘাই বাজারে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর  পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, ইসলামি ফাউন্ডেশন কাজিপুরের ফিল্ড সুপার ভাইজার শাহীন সরকার,  কাজিপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

 অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজীপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নবনিযুক্ত পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোঃ  আব্দুল গাফফার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :