April 28, 2024, 5:34 pm

চাকরি নয়, সেবা’ এই স্লোগানে চুয়াডাঙ্গায় পুলিশে চাকরি পেলেন ৪৩ তরুণ-তরুণী

চাকরি নয়, সেবা’ এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ৪৩ জন। গত বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় ফলাফল প্রকাশ করে নিয়োগ পরিক্ষা বোর্ড। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মহোদয়। প্রার্থীদের অনেকেই তাদের তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের এসব তরুণ-তরুণী।

চুয়াডাঙ্গা ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরিক্ষা বোর্ড এর সভাপতি পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে পুলিশকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। নিয়োগ পদ্ধতির স্বচ্ছতায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চুয়াডাঙ্গা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চুড়ান্তভাবে ৩৮ জন পুরুষ এবং ৫ জন নারী প্রার্থীসহ সর্বমোট ৪৩ (তেতাল্লিশ) জন প্রার্থী চুড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় নিজ নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন শুধুমাত্র তারাই নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :