April 26, 2024, 7:22 pm

আল জাজিরার প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক।
কাতার-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশ নিয়ে যে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র তুলে ধরেছে তা সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।
বুধবার দুপুরে পুলিশ প্লাজায় মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।
এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
এ সময় মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, করোনার কারণে মদ আমদানি বন্ধ, যে কারণে ভেজাল মদের উৎপাদন বেড়েছে।
তবে, অসাধু ব্যবসায়ীদের অনেকে ইতোমধ্যে ধরা পড়েছে আর বাকিদের ধরতে ডিবি পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :