April 26, 2024, 4:20 pm

ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বললেন বেথলেহেমের আর্চবিশপ

অনলাইন ডেস্ক।।
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.) কে অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে যিশু খ্রিষ্টের জন্মশহর বেথলেহেমের চার্চ অব ন্যাটিভিটির আর্চবিশপ আতাল্লা হান্না। সেইসাথে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার বিক্ষোভ হয় ফিলিস্তিনের বেথলেহেম এবং ইসরায়েলের তেলআবিবে। শুধু খ্রিষ্টান সম্প্রদায়-ই নয়, ইহুদিরাও এ বিক্ষোভে অংশ নেন। বড় ধরনের বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচি ও সোমালিয়াতে। ইরানি প্রেসিডেন্ট রুহানি সতর্ক করেছেন, নবীর অপমান কোনো শিল্প নয়, বরং এটা সহিংসতা উসকে দেবে।
এদিকে, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে তুর্কি প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র প্রকাশের সমালোচনা করেছেন এরদোয়ান। মহানবীকে অবমাননা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে তুর্কি পার্লামেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :