July 27, 2024, 5:48 am

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাবে না।
হোয়াইট হাউস মঙ্গলবার এ কথা বলেছে।
এর আগে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইউক্রেনে পশ্চিমা বাহিনী পাঠানোর বিষয়টি বাতিলে অস্বীকৃতি জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র এড্রিন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন ইউক্রেনে যুদ্ধের জন্যে যুক্তরাষ্ট্র কোন সৈন্য পাঠাবে না।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে মার্কিন সেনা সদস্যরা কেবল কিয়েভে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ কাজ করবে।
মার্কিন সৈন্যদের অস্ত্র উৎপাদন কিংবা সাইবার কার্যক্রমের জন্যে পাঠানোর বিষয়টি কিরবি অস্বীকার করেন। যদিও ফরাসী পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন সেজর্ন পশ্চিমা সৈন্যরা এমনটি করবে বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে কিরবি বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়টি ফ্রান্স কিংবা অন্য ন্যাটোভুক্ত দেশের ‘সার্বভৌম সিদ্ধান্ত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :