July 27, 2024, 5:53 am

কাজিপুরে চালিতাডাঙ্গায় অবৈধ বালি উত্তলন হুমকিতে কৃষিজমি

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

প্রচলিত নিয়মকানুন উপেক্ষা করে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গায় ইছামতী নদী থেকে অবৈধ বালি উত্তলনের কারণে জনপদের অনেক আবাদি জমি,বাড়ি ঘর ভাঙ্গনের কবলে পরেছে।

১৫ ডিসেম্বর (বুধবার) সরেজমিনে গিয়ে দেখা যায় ভানুডাঙ্গার ইছামতী নদীর উপরে নির্মিত ব্রীজ থেকে পূর্ব দিকে প্রায় ৩০০ মিটার দূরে শক্তিশালি দুইটি খনন যন্ত্র দিয়ে বালি উত্তলন করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আঃ সামাদ জানান স্রোত বিহীন এই নদী থেকে বালি উত্তলনের কারণে খনন যন্তের আশ পাশের আবাদি জমি, বাড়ি ঘর, ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে।



আরও পড়ুন-বাঙালি জাতির অগ্নিকন্যা ও মধ্যমণি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা!


তিনি আরও জানান এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল বিষয়টি নিয়ে নির্বাহি কর্মকর্তা জানান সরকারি কাজে কিছু বালি উত্তোলন কিছু বালি উত্তোলন করার মৌখিক অনুমতি প্রদান করা হয়েছিল তবে ব্যক্তিগত কাজ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে স্থানীয় ভুক্তভোগী লোকজন খনন যন্ত্র দিয়ে বালি উত্তলন বন্দে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :