April 27, 2024, 2:22 am

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা মেয়রকে গুলি, নেপথ্যে বালুর নিয়ে দ্বন্দ্ব

দৈনিক পদ্মা সংবাদ।।visit for latest bangla news 24/7 www.padmasangbad.com

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, মেয়রের সঙ্গে থাকা অশোক সেন ও সাহেদ খান।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারের পশ্চিম পাশে ফেনী নদীতে মুহুরী সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফেনী নদী থেকে বালু তোলা নিয়ে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপনের লোকজনের সঙ্গে মেয়র রেজাউলের লোকজনের বিরোধ ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে।

পুলিশের ধারনা, ফেনী নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। যারা গুলি করেছেন তাদের সঙ্গে বালু তোলা নিয়ে মেয়রের আগে থেকেই বিরোধ ছিল।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বালুভর্তি নৌকা নিয়ে আসার পথে মেয়র ও তার লোকজনের পথরোধ করা হয়েছিল। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে প্রতিপক্ষ।
সুত্র: একাত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :