May 5, 2024, 10:19 am

শংকরপুরে ৬টি ককটেল উদ্ধার পাঁচজনের বিরুদ্ধে মামলা

যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরের শংকরপুর এলাকা থেকে ছয়টি ককটেল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। তবে, এঘটনায় কাউকে আটক করতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়েছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আসামিরা হলেন গাড়োয়ানপট্টির নুরুর ছেলে রাকিব, হাজারীগেটের মিন্টুর ছেলে তানভীর, আশ্রম রোডের বাবু মীরের ছেলে ইছা মীর, কালিতলার কালু বাবুর ছেলে নিরব দেবনাথ ও শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার আলী হোসেনের ছেলে আসিফ। এছাড়াও এ মামলায় আরও ৮/১০জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার জানান, মঙ্গলবার মধ্যরাতে তাদের কাছে খবর আসে শংকরপুর চোপদারপাড়া এলাকায় একদল সন্ত্রাসী বিভিন্ন দেশি অস্ত্র ও বোমা নিয়ে অবস্থান করছেন। মেখানে তাৎক্ষণিক তিনি অভিযান চালায় পুলিশ। এসময় আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :