January 29, 2023, 12:39 pm

জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে পৌঁছেছেন দীপিকা

অনলাইন ডেস্ক।।
সুশান্ত সিং রাজপুত হত্যায় মাদক মামলার জের ধরে এরই মধ্যে এনসিবি অফিসে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে গোয়া থেকে মুম্বাইতে ফেরেন দীপিকা। রণবীর সিংয়ের হাত ধরে মুম্বাই বিমানবন্দর থেকে হেঁটে যেতে দেখা যায় দীপিকাকে। শনিবার শ্রদ্ধা কাপুর ও সারা আলী খানের ও উপস্থিত থাকার কথা রয়েছে এনসিবির অফিসে। এনসিবির জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার দীপিকার হাজির হওয়ার কথা থাকলেও পরে জানা যায় যে তিনি হাজির হবেন শনিবার। এদিকে দীপিকার এনসিবির অফিসে উপস্থিতিকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এনসিবিতে শুক্রবার রাকুল প্রিত সিংয়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। টানা ৪ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সাথে দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশ এবং রাজপুতের সাবেক ম্যানেজার শ্রুতি মোদিকেও শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।সুশান্ত হত্যার পর মাদক কেলেঙ্কারিতে উঠে আসছে একের পর একের বলিউড শিল্পীদের নাম। সুশান্ত হত্যার সাথে মাদক মামলার যোগসূত্র থাকায় তদন্ত শুরু করে এনসিবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :