April 19, 2024, 11:53 am

অনলাইনে কর পরিশোধে ১০ শতাংশ ছাড় ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকরা ঘরে বসেই অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করতে পারছেন। ডিজিটাল এ পদ্ধতিতে ডিএনসিসি এলাকার করদাতা ও ব্যবসায়ীরা বকেয়াসহ চলতি ২০২২-২৩ অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একসঙ্গে অনলাইনে পরিশোধ করলে দেয়া হবে ছাড়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরের চার কিস্তির ওপর ১০ শতাংশ রেয়াতের সময়সীমা ও সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বর্ধিত সময়ের মধ্যে করদাতাদের বকেয়াসহ চলতি অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে ১০ শতাংশ রেয়াতের সুযোগ নেয়ার ও ব্যবসায়ীদের সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, এতে ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও গৃহকর পরিশোধে নগরবাসীর হয়রানির নিরসন হবে। সেইসঙ্গে বাঁচবে সময়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :