April 19, 2024, 1:01 pm

আটোয়ারীতে সমকাল সুহৃদ সমাবেশের কম্বল বিতরণ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সমকাল সুহৃদ সমাবেশের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জানিুয়ারি) সকালে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে উপজেলার মির্জাপুর, ধামোর, রাধানগর ইউনিয়নের নলপুখরী, সরদারপাড়া, লক্ষীপুর, ছোটদাপসহ ১০ গ্রামের ৩০০ দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণ বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সমকাল ¯্রহৃদ সমাবেশ ও আল খায়ের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম ও কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা উপস্থিত ছিলেন। এসময় দৈনিক সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ,আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি, সাবেক সম্পাদক মনোজ রায় হিরু, সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম, পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের ইকবাল বাহার সহ সুহৃদ সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সমকাল একটি জনপ্রিয় পত্রিকা। পাঠকের চাহিদা পুরণের পাশাপাশি সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে এমন সামাজিক উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তিনি উত্তরের শীতপ্রবণ পঞ্চগড় জেলার মধ্যে আটোয়ারী উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমকাল সুহৃদ সমাবেশ এবং আল খায়ের ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এখানে শীত অন্য এলাকার তুলনায় বেশী অনুভুত হয়। সরকারিভাবে জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। অনেকে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবেও শীতবস্ত্র বিতরণ করছেন। তবে এখানকার চাহিদার তুলনায় তা অনেক কম। দেশের এমন একটি রিমুট এলাকায় দুঃস্থ ও শীতার্ত মানুষদের উষ্ণ তথা ভালোবাসা প্রদানের জন্য সমকাল সুহৃদ সমাবেশ এবং আল খায়ের ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :