April 20, 2024, 4:45 am

‘আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিছু নাই’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আলোচনার তুঙ্গে থাকে বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গ। বিশেষত দল খারাপ করলে ক্রিকেটার ও বোর্ডের সমালোচনা শুরু করেন সমর্থকরা। কিছুদিন আগে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাজমুল হোসেন শান্ত। এই ব্যাটার জানিয়েছিলেন নিজের কষ্টের কথাও।

এখন দুর্দান্ত ফর্মে আছেন তিনি। বিপিএলে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক ছিলেন, রান পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও। দ্বিতীয় টি-টোয়েন্টি জেতাতে ব্যাট হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শান্তর মত বিসিবি সভাপতিকে নিয়েও মাঝেমধ্যে ট্রল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব নিয়ে জানতে চাওয়া হয় নাজমুল হাসান পাপনের কাছে। তিনি জানান, ‘আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিছু নাই।’

সমালোচনার প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘শুনেন, এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের কিছু বলার পেছনে কিছু কারণ থাকে। আমি এসব দেখি না। তবে মানুষের কাছে শুনি মাঝেমধ্যে। কথা হচ্ছে একটা পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে এখন। পরিকল্পনা নিয়ে আগানোর পরে একটা ছেলের ওপর যখন ইনভেস্ট করা হয়। দেখেন, লিটন ও সৌম্যকেও অনেক সুযোগ দেওয়া হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে তরুণ খেলোয়াড়দের পরামর্শ দিয়ে পাপন বলেন, ‘আমি খেলোয়াড়দের একটা কথাই বলি বিশেষত নতুন খেলোয়াড়দের এসব কিছু দেখবাও না, শোনবাও না। তোমাদের দরকার নেই। খেলায় মনোযোগ দাও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :