April 27, 2024, 9:01 am

এ যেন এক রক্তপাতহীন যুদ্ধ !!

আসিফ কাজল।।
প্রতিদিন মৃত্যুর খবর। পত্রিকা-ফেসবুক খুললেই মৃত্যু। এ মৃত্যুর কোন বয়স নেই। শিশু, যুবক বৃদ্ধ সবাই চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। সাহসী ও মেধাবীদের চলে যাওয়ার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সিভিল প্রশাসন, পুলিশ, সোনাবাহিনী, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, কবি, আইনজীবী, বুদ্ধিজীবী, রজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ প্রতিদিন শামিল হচ্ছে এই মৃত্যুর মিছিলে।

দেশ মেধা শুন্য হয়ে পড়ছে। ফলে আগামীতে শিক্ষিত, মেধাবী, জ্ঞানী ও পন্ডিত বিহীন সমাজ-রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে একবার চিন্তা করুন। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। সেদিনের সেই বিভিষিকা আর আজকের অবস্থার মধ্যে তফাৎটা কি ? সেদিন ঝরেছিল দেশ প্রেমিক ও সেরা মেধাবীদের রক্ত, আর কোভিড-১৯ পৃথিবীতে কায়েম করেছে এক রক্তপাতহীন মহাযুদ্ধ। সতর্ক ও সাবধান থাকার পরও মনে হচ্ছে মহামারীর এই পানিতে আমাদের ভিজতেই হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :