April 25, 2024, 9:38 am

কাজিপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করলেনঃ এমপি জয়

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

গত কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার মনসুর নগর, চরগিরিশ, নিশ্চিন্তপুর,তেকানি,নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ি, মাইজবাড়ি, কাজিপুর সদর, ও শুভগাছা ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩জুন)বিকেলে চরাঞ্চলের নিশ্চিন্তপুর ও চরগিরিশ ইউনিয়নে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন,
পানিবন্দি ও নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।

বন্যাকবলিত চরগিরিশ, নিশ্চিন্তপুর ইউনিয়নের চাল, নগদ টাকা ও শিশু খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পিআইও এ কে এম শাহ্ আলম মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, ইউপি চেয়ারম্যান এসএম জিয়াউল হক সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :