April 26, 2024, 3:58 pm

ধান বীজের সংগ্রহ মূল্য ৪৫ টাকা নির্ধারণের দাবিতে চুয়াডাঙ্গায় কৃষকদের বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
বিএডিসি কর্তৃক আমন ধান বীজ সংগ্রহ মূল্য নূন্যতম ৪৫ টাকা নির্ধারণের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন কৃষকরা।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের বিএডিসি খাদ্য গুদামের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে একই দাবিতে মানববন্ধনে অংশ নেন ৩ শতাধিক কৃষক। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএডিসি চুক্তিবদ্ধ চাষী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন বর্তমান বাজার দর তুলনায় বিএডিসি কর্তৃক আমন বীজের সংগ্রহ মূল্য নিতান্তই কম। এতে চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। বীজ বিএডিসি’র কেন্দ্রে দেয়ার ৪-৬ মাস পর মূল্য পরিশোধ করা হয়। অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারী দেন বক্তারা। পরে বিএডিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :