April 26, 2024, 11:35 am

কোভিড-১৯ উপসর্গে কুমিল্লা মেডিকেলে ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  ২৪ ঘণ্টায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের আইসিইউতে ৬ জন ও আইসোলেশনে ২ জন এবং কোভিড ওয়ার্ডে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী সোমবার (১৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার ব্রাহ্মনপাড়ার সামছুল আলম (৬০), সামছুজ্জামান (৫৫), চান্দিনার নুরুল ইসলাম (৭৫), আবদুল মালেক (৬৫), বরুড়ার ফাতেমা (৬০), লাকসামের নরুল আমিন (৬০), সদরের রিয়া (৩০), মাহমুদুর রহমান (৬০), দেবীদ্বারের নাসরিন (৪০) ও চৌদ্দগ্রামের সহিদুল (৫০)।

এ নিয়ে ৭৩ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা ৩৬১। যার মধ্যে ৩১৩ জনই মারা গেছে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে। সূত্র : একুশে টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :