April 27, 2024, 11:27 am

ঝিনাইদহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী আমিরুল বিশ^াস হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ দন্ডাদেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমাইল হোসেন জানান, ২০২০ সালের ১২ জুন কালীগঞ্জ উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের বাজারে আমিরুল ইসলাম বিশ^াসের সাথে আসামী শাহিন মন্ডল জাম্বু’র শালিসের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে আমিরুল বাজার থেকে বাড়ি যাবার পথে আসামী শাহিন মন্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়। আহত স্থানীয়রা আমিরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পর দিন ১৩ জুন নিহতের স্ত্রী রমেছা বেগম বাদী হয়ে শাহিন মন্ডলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০জুন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামী শাহিন মন্ডল জাম্বুকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। দন্ডপ্রাপ্ত শাহিন মন্ডল কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত সামছুল মন্ডলের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :