April 28, 2024, 4:24 am

ট্রাম্প সমর্থকদের ৭০ হাজার টুইটার অ্যাকাউন্ট স্থগিত

অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট আগেই বন্ধ করে দিয়েছিল, এবার তার উগ্রবাদী সমর্থকদের ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। সোমবার বিবৃতির মাধ্যমে টুইটার কর্তৃপক্ষ ঘোষণাটি দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ব্লগপোস্টে টুইটার জানায়, গত শুক্রবার বিকাল থেকে কিউঅ্যাননের বার্তা শেয়ার করায় কয়েক তারা হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা শুরু করেছে। ওয়াশিংটন ডিসিতে সহিংস হামলার ঘটনা ও আরও বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার। টুইটার বলছে, শুক্রবার থেকে ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট টুইটার বন্ধ করা শুরু করেছে। এগুলোর মধ্যে এক ব্যক্তি অনেক অ্যাকাউন্ট পরিচালনা করে—এমন অ্যাকাউন্টও ছিল। উল্লেখ্য, ৮ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের টুইটার স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেয়া হয়। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, কয়েক দিন ধরে ট্রাম্পের করা টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেই অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্তটি নেয়া হয়েছে। ফেসবুক আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।।
সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :