April 27, 2024, 11:16 am

পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশকে আরও কঠোর হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশকে আরও কঠোর হতে হবে।
সোমবার (৮নভেম্বর) কক্সবাজার সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোর্শেদুর আনোয়ার খান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক সময় কক্সবাজার সম্দ্রু সৈকতে রাত কাটানো যেত না। পর্যটকরা ভয়ে থাকত। সব সময় চুরি, ছিনতাইয়ের আখড়া ছিল। কিন্তু, বর্তমান সরকারের আমলে সেই সমুদ্র সৈকতে রাতদিন নি:সন্দেহে বসে থাকা যায়। সবকিছু সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’
তিনি বলেন, পর্যটনকে ঢেলে সাজাতে গঠন করা হয় বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। আজ পর্যটন তরতর করে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবিক কারণে ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোন ধরণের অপরাধ থেকে রোহিঙ্গাদের মুক্ত থাকতে হবে, কোন অপরাধে জড়ানো যাবে না।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যটকদের যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে।
এর আগে বিকাল ৩ টার দিকে পায়রা ও বেলুন উড়িয়ে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ থেকে লাবণী বিচ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি অংশ নেন।
দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বমানের পর্যটন সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে ট্যুরিস্ট পুলিশ। পর্যটন নিরাপত্তা ও সেবায় আট বছর পূর্তি উপলক্ষে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে ট্যুরিস্ট পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :