April 26, 2024, 1:07 pm

বাংলাদেশিদের ওপর ফের ভিসা নিষেধাজ্ঞা দক্ষিণ কোরিয়ার

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের অনেকের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া।
শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিউলে বাংলাদেশ দূতাবাস।
’কোভিড-১৯ নেগেটিভ’ সনদ হাতে থাকার পরও অনেকের মধ্যে তা পুনরায় শনাক্ত হওয়ার কারণে গত বছরের ২৩ জুন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছিল দক্ষিণ কোরিয়া।
সাড়ে সাত মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে ভিসা আবেদন গ্রহণ শুরু করে পূর্ব এশিয়ার দেশটি। এরপর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাওয়া যাত্রীদের মধ্যে আগের মতো ভাইরাস শনাক্ত হতে থাকায় চলতি মাসের শুরুতে একটি বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছিল ঢাকায় দক্ষিণ কোরীয় দূতাবাস।
পরিস্থিতি আরও অবনতি হওয়ার প্রেক্ষাপটে ভিসা স্থগিতাদেশ দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল সেখানে।
এর ১০ দিনের মাথায় শুক্রবার কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ হিসাবে শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন।”আজ ১৬ এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :