April 25, 2024, 9:55 pm

বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতা আছে বাংলাদেশের: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশি ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পরিশোধের সক্ষমতা আছে বাংলাদেশের।

বুধবার (২০ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া পরামর্শকে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ সংস্কারমুখী কিছু প্রজেক্টের কথা সব সময় বলে থাকে। বাজেটেও অনেক কমিটমেন্ট করেছি, সেগুলো সম্পন্ন করতে পারলে দেশের জন্য ভালো। দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো প্রকল্পে সরকার অর্থায়ন করবে না।

আইএমএফ’র বাংলাদেশের রিজার্ভ নিয়ে দ্বিমত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ বাংলাদেশে আসছে, এটা একটা পরামর্শক কমিটি। তারা পরামর্শ দেন, আমরাও তাদের পরামর্শ দেই। তারা আমাদের কাছে কী জন্য আসছে, সেটি নিয়ে ফরমাল কিছু আমাদের বলেনি। আপনাদের অনেকের মনে হয়ত সংশয় কাজ করে যে, আমরা অনেক কিছু নিয়ে নেবো বা চুক্তি করব। এ ধরনের কিছু আমাদের কাছে আসেনি, আসলে জানতে পারবেন। আমরা এমন কোনো প্রকল্প বা ফান্ডিংয়ে যাবো না, যেগুলো আমাদের দেশের মানুষের স্বার্থের পরিপন্থি হয়। স্বার্থের পরিপন্থি কিছু করব না, সেটি নিশ্চিত করতে পারি।

মুস্তফা কামাল বলেন, রিজার্ভের বিষয়টি হলো বিভিন্ন দেশ যেভাবে করে, যেভাবে হিসাব করা হয়, আমরা সেভাবেই হিসাব করেছি, আমরা সেভাবেই হিসাব করে যাবো। আইএমএফ আমাদের যেসব ক্ষেত্রে সহযোগিতা করেছে, সেই পরিমাণ টাকা কি তারা পায়নি? তারা বলতে পারবে না, একদিন পরে তাদের টাকা পেমেন্ট করেছি। সুতরাং তারা নিশ্চিত থাকবে যেসব ঋণ আমাদের দিচ্ছে বা দেবে সেসব বিষয় নিয়ে। আমরাও তাদের বার বার আমাদের দিক থেকে আশ্বস্ত করেছি, আমাদের ঋণ দিলে তাদের কখনো সেটা মাফ করতে হবে না। আমাদের ঋণ শোধের ক্যাপাবিলিটি ভালো। আমরা সব সময় পেমেন্ট করে আসছি। আমরা পেমেন্টে কখনো দেরি করিনি।

বিশ্বজুড়েই অর্থনীতিতে অস্থিরতা চলছে, সংকট কাটাতে সরকার তৎপর বলেও জানান অর্থমন্ত্রী।

উল্লেখ্য, অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৫১৭ কোটি ১৯ লাখ টাকার ৪টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :