April 27, 2024, 11:16 am

ব্রুনাই সুলতানের সফরকালে ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে : মোমেন

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসান আল বোলকিয়াহ মুইজাদ্দীন ওয়াদ্দাওউলাহ’র প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তার এই সফরকালে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মিডিয়া ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি, আমাদের মধ্যে (বাংলাদেশ-ব্রুনাই) তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।’
যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হতে পারে, সেগুলো হলো- দ্বিপাক্ষিক বিমানচলাচল চুক্তি, বাংলাদেশী জনশক্তি নিয়োগ সহযোগিতা এবং দু’দেশের নাবিকদের স্বীকৃতি সনদ।
সুলতান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এদেশে এই প্রথম সফরে আসছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ সালের এপ্রিল মাসেই এই সফরটি চূড়ান্ত হলেও কোভিড-১৯ মহামারির কারণে সফরটি বিলম্বিত করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানাবেন।
সফরকালে ব্রুনাইয়ের সুলতান বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
এছাড়াও সুলতান সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।
সফরকালে হাসান আল বোলকিয়াহ রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন।
২০১৯ সালের এপ্রিল মাসে ব্রুনাইয়ের সুলতানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফর করেন।
ওই সফরকালে বন্ধুপ্রতীম দেশ দুটির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :