April 27, 2024, 6:24 am

১০ টাকার নতুন নোট আগামী রোববার থেকে বাজারে পাওয়া যাবে

অনলাইন ডেস্ক।।
১০ টাকার নতুন নোট বাজারে পাওয়া যাবে রোববার
গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে ১০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপাতে শুরু করেছে সরকার। আগামী রোববার থেকে নতুন নোট বাজারে পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন নোটটিতে বিদ্যমান ১০ টাকার নোটের মূল রঙ, নকশা ও আকার অপরিবর্তিত রয়েছে। তবে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত নতুন নোটে বাজারে বিদ্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও বা অসমতল ছাপ থাকবে না। নোটের সম্মুখভাগে উপরের বাম কোণায় মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ রঙের পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নরের স্বাক্ষর কালো রঙের পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে একইসঙ্গে চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :