অনলাইন ডেস্ক।
কক্সবাজারের রামুতে পৌনে দুই কোটি টাকা মূল্যের ৩৫ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব। পরে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাত ৯টার দিকে রামু দক্ষিণ মিঠাছড়ি এলাকায় চেইন্দা বাজারে অভিযান চালানো হয়। এ সময় উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের আলী আহম্মদ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ৩৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা।
Leave a Reply