চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদল : নৌকা পেলেন জাহাঙ্গীর আলম মালিক খোকন

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার টিকিট পেলেন জাহাঙ্গীর আলম মালিক খোকন।
আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বদলে জাহাঙ্গীর আলম মালিক খোকনকে প্রার্থী হিসেবে মনোনিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের মনোনয়ন বাতিল করে জাহাঙ্গীর আলম মালিকের মনোনয়ন দেয়া হয়।


গত শনিবার মনোনয়ন বোর্ডের সভায় চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের মনোনয়ন দেয়া হয়। একদিন পর সোমবার দুপুরে তার বদলে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা পৌর সভার ৪নং ওয়ার্ডের পর পর ৫ বারের নির্বাচিত জাহাঙ্গীর আলম মালিক খোকনকে মনোনিত করার খবর ছড়ায়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হয়। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের তরফে কেন্দ্রে যে ৩ জনের নাম প্রস্তাবনা আকারে প্রেরণ করা হয় তার মধ্যে জাহাঙ্গীর আলম মালিক খোকন ছিলেন দ্বিতীয় স্থানে। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বদলে তাকেই চূড়ান্ত মনোনিত করা হয়েছে।।
এদিকে চুয়াডাঙ্গা জেলার সাধারন মানুষ ধারনা করছে গত নির্বাচন গুলোতে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর বিরোধিতা করায় হয়তো শাস্তি স্বরুপ মনোনয়ন পাননি অনেকে।
আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, এ বছরই হতে যাওয়া সারা দেশের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যারা নৌকার বিরোধিতা করবে । তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় পদ হারাবেন নৌকার বিরোধিতাকারীরা।।