জার্নালিস্ট এ্যাসোসিয়েশন,শার্শা'র কমিটি গঠন।।আজিবর সভাপতি, মান্নান সম্পাদক

আরিফুজ্জামান আরিফ।।জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, শার্শা, যশোর এর সাধারণ সভা ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০.০০ টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে আগামী ০৩ (তিন) বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আজিবর রহমান সভাপতি (নিউজ ষ্টার/বিজয় টিভি), আব্দুল মান্নান ভূইয়া (দৈনিক নয়া দিগন্ত/দৈনিক গ্রামের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আঃ সালাম গফ্ফার ছন্দ (সারসা বার্তা), এনামুল হক (দৈনিক বাংলাদেশ সময়/ যশোর), যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান (দৈনিক প্রতিদিনের কথা) , সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (দৈনিক সমাচার দর্পন/দৈনিক সরেজমিন বার্তা), অর্থ সম্পাদক আনোয়ারুল কবীর (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক আহসানুর রহমান আশা (দৈনিক ভোরের ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান আরিফ (দৈনিক জাগো জনতা)।
কার্যনিবাহী সদস্য রবিউল হোসেন (দৈনিক জনতা), দেবুল কুমার দাস (দৈনিক সংবাদ), আলী আশরাফ (দৈনিক যায়যায় দিন), আমিনুর রহমান (দৈনিক সমাজের কথা), ইসমাইল হোসেন (চ্যানেল এস), নূরুল ইসলাম (দৈনিক গ্রামের কাগজ)।।