শিরোনাম :
করোনা মোকাবিলা করে বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি : প্রধানমন্ত্রী
Padma Sangbad

অনলাইন ডেস্ক।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা করোনাভাইরাস মহামারি মোকাবিলা করে সমগ্র বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি। প্রমত্তা পদ্মার বুক চিরে নিজেদের অর্থায়নে নির্মাণাধীন পদ্মাসেতু মাত্র সপ্তাহ খানেক আগে দেশের দুই প্রান্তকে সংযুক্ত করেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের জীবনই মহামূল্যবান।
কোন অবহেলায় একজন মানুষেরও মৃত্যু কাম্য নয়। তাই, আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপনসহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার অনুরোধ করেন তিনি। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান এবং মাঝেমধ্যে হাত সাবান অথবা স্যানিটাইজার দিয়ে পরিস্কার করার আহ্বান জানান।