শিরোনাম :
ঝিনাইদহে থেকে বিপুল পরিমান ফেনসিডিলসহ একজন গ্রেফতার
Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর শহর থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ঢাকার কেরানীগঞ্জ থানার আরাকোল গ্রামের সরফ উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার ঝিনাইদহ পুলিশ সুপারের অফিস থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় উল্লেখ করা হয় বুধবার গভীর রাতে গোপনসুত্রে খবর পেয়ে মহেশপুর শহরের কলেজ বাসষ্ট্যান্ডে দাড়ানো একটি ট্রাকে তল্লাসী চালিয়ে এক হাজার ৬২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ সাদ্দামকে গ্রেফতার করা হয়। সীমান্ত এলাকা থেকে এসব মাদক দ্রব্য ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। এই কারবারের সঙ্গে জড়িত বাকী সদস্যদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে বৃহস্পতিবার মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।