ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আব্দুল আলিম (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত মুনসাদ আলীর ছেলে। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে বিলের মাঠের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আব্দুল আলিমের মৃতদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Leave a Reply