নিজস্ব প্রতিবেদক।
আজ ২২শে ডিসেম্বর, ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে জীবননগর উপজেলার দত্তনগর রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স জাহাঙ্গীর স্টোরে পাওয়া যায় প্রচুর মেয়াদ উত্তীর্ণ নারিকেল তেল ও মেয়াদ মুল্য বিহীন অন্যান্য পণ্য। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৮,০০০/- টাকা এবং মেয়াদ উত্তীর্ণ চকলেটসহ অন্যান্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রফিকুল স্টোরকে ৩৮, ৫১ ধারায় ৪,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে মুল্যতালিকা প্রদর্শন করা, মেয়াদ উত্তীর্ণ ও অননুমোদিত অবৈধ পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়।
নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply