দর্শনা থানা পুলিশের অভিযানে ১৬ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

দৈনিক পদ্মা সংবাদ, বিশেষ প্রতিবেদক।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ বোতল ফেনসিডিল সহ জাহিদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্ব এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার সুলতানপুর গ্রামের জৈনক ইলিয়াস মোল্লার ফাকা জমির উপর থেকে ১৬ বোতল ফেনসিডিল সহ আসামী জাহিদুল ইসলাম কে গ্রেফতার করে। আসামী জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা সুলতান পুরের দক্ষিণপাড়ার পিতা জান মোহাম্মদ এর ছেলে। পুলিশ আরও জানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন দর্শনা কে মাদকমুক্ত করতে পুলিশ প্রসাশনের পাশাপাশি আপনাদেরও সহযোগিতা থাকলে আমরা খুব দ্রুত দর্শনাকে মাদকমুক্ত করতে পারবো।