চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যরা ৭০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৯টি সোনার বার জব্দ করেছে। মঙ্গলবার বিকেলে দর্শনা থানার ভারত সীমান্তবর্তি চাকুলিয়া গ্রামের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ সোনার বারগুলো উদ্ধার করা হয়। রাত পৌনে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
চুয়াডাঙ্গার ৬ বিজিজির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড বাংলাদেশ এর ফুলবাড়ি বিওপি ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সূত্রে খবর পেয়ে চাকুলিয়া মাঠে অভিযান চালায়। ওই মাঠ থেকে জব্দ করা হয় ৯০ ভরি ওজনের ৯টি সোনার বার। ধারণা করা হচ্ছে, চোরাচালানের উদ্দেশ্যে সোনার বারগুলো সীমান্ত এলাকায় আনা হয়েছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সোনার বারগুলো ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার শহিদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।।
Leave a Reply