অনলাইন ডেস্ক।।
ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে বিএনপির মেয়র প্রার্থী শুকুর শেখের প্রচারাভিযানে অংশগ্রহণকারী অটোবাইকের চালক রেজাউল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ এ আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌর সভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে মাঠে নামে আদালত।
অভিযানে মেয়র পদে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শুকুর শেখের নির্বাচনী প্রচারাভিযানে নিয়মবহির্ভূতভাবে একই অটোবাইকে দুটি মাইক ব্যবহার করার অপরাধে পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের মোরশেদ শেখের ছেলে রেজাউল করিমকে ‘স্থানীয় সরকার ও পৌরসভা আইন ২০০৯ এর ২১ (১) ধারায়’ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম ঝোটন চন্দ জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।।
Leave a Reply