কোটচাঁদপুর পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
নির্বাচনের আগেই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হলেন সোহেল আল-মামুন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তাকে বিজয়ী হিসাবে গণ্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ।
নির্বাচনী তফসিল অনুযায়ী রবিবার (১০ জানুয়ারী) ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ওইদিন তিন জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। যার মধ্যে ছিলেন কোটচাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমান স্বপন। এ ওয়ার্ড থেকে নির্বাচনে দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেন। এরমধ্যে হাফিজুর রহমান প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন সোহেল আল-মামুন।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, দুই জনের একজন প্রার্থীতা প্রত্যাহার করলে অন্যজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে। তবে এটা অনানুষ্ঠানিক ভাবে। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে কোটচাঁদপুর পৌর সভার নির্বাচন।।