আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

অনলাইন ডেস্ক।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে মো. ফরহাদ নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল অবৈধ অস্ত্র বহনের খবর পেয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের সাহাবুদ্দিনের অটোপার্টস এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা মৌলভীবাজার এলাকার দুদু মিয়ার ছেলে মো. ফরহাদকে (২১) আটক করতে সক্ষম হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ২ রাউন্ড তাজা কার্তুজসহ ১টি ওয়ান শুটারগান পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ আটক অস্ত্রধারীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :