মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নে সারাদেশে ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মাঝে একযোগে ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯’শ ৪জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় ভিডিও কনফারেন্সে যোগ হয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গৃহহীন পরিবারের মাঝে ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে প্রাথমিক ভাবে ১২ টি পরিবারের মাঝে এই ঘর হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আছাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম,
উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির প্রমূখ।
Leave a Reply