আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না, এইচএসসির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বলেছেন, এ ফলাফল নিয়ে তিক্ততা সৃষ্টি করা ঠিক না। শিক্ষার্থীরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না। এতে তাদের ওপর মানসিক চাপ পড়বে।
যারা এটা করছেন তাদের এসব মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। সারা বিশ্বে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আগের ফলাফল ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ মূল্যায়ন করে এবারের এইসএসসির ফলাফল নির্ধারণ করা একটা কঠিন কাজ ছিল। এ জন্য সংশ্লিষ্ট সকলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
শিক্ষার্থীদের জীবন থেকে একটা বছর নষ্ট হোক সেটা আমরা চাই না।
তিনি আরও বলেন, আমরা করোনাভাইরাস যথাযথভাবে মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছি। সারা বিশ্বেই একই অবস্থা। করোনার নতুন ধরন সংক্রমিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :