আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়ের জন্য পাত্রই খুঁজে পাচ্ছেন না পায়েল!

অনলাইন ডেস্ক।
টলিপাড়ার চার নায়িকা পায়েল, তনুশ্রী, নুসরাত ও মিমি হাজির হয়েছিলেন ‘দিদি নাম্বার ওয়ান’-এর বিশেষ পর্বে। সেখান মজায় মজায় উঠে এসে অভিনেত্রীদের জীবনের মজাদার গল্প। যেমন অভিনেত্রী পায়েল সরকার সেখানে জানিয়েছেন, তিনি নাকি বিয়ের জন্য পাত্রই খুঁজে পাচ্ছেন না।
এসময় সঞ্চালিকা রচনা ব্যানার্জি পরামর্শ দেন পায়েলকে বিদেশে গিয়ে পাত্র খোঁজার।
উত্তরে পায়েল জানান, লকডাউনের পরে বাইরে গিয়ে প্রচুর শুটিং করেছেন তিনি তবে পাত্র খুঁজে পাচ্ছেন না। তবে পায়েলের কথায়, তিনি জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধুকে চান। একে অপরকে বিশ্বাস করবেন, এমন মানুষ চান তিনি।
এই অনুষ্ঠানে পায়েল পরেন হলুদ লম্বা গাউন।
সবুজ সালোয়ার কুর্তায় বেশ গর্জিয়াস দেখায় মিমি চক্রবর্তীকে। নুসরাত হাজির হন নীলাম্বরী শাড়িতে। আর কালো ব্লাউজের সঙ্গে ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে শাড়ি পরে নজর কাড়েন তনুশ্রী। সবমিলিয়ে এই শো হয়ে ওঠে পাঁচ সুন্দরীর মজার স্পট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :