May 24, 2024, 4:43 pm

বাংলাদেশের 'নেত্রী: দ্য লিডার' ছবিতে তামিল অভিনেতা

অনলাইন ডেস্ক।
বাংলাদেশের ‘নেত্রী: দ্য লিডার’ ছবিতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা কবির দুহান সিং। তিনি এর আগে কানাড়া, তামিল, তেলেগু এবং হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। বাংলাদেশি এ ছবিটি কবিরের ক্যারিয়ারের ৪০তম ছবি। নিজ দেশের বাইরে এটি তার প্রথম ছবি।
বাংলাদেশি এ ছবিতে খল চরিত্রে দেখা যাবে কবিরকে। খুব শীঘ্র ছবির শুটিং শুরুর কথা রয়েছে।
টাইমস অব ইন্ডিয়াকে কবির জানিয়েছেন, ছবিটির নাম ‘নেত্রী দ্য লিডার’। এটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ ছবি।
ইরানি ভাষায়ও এটি মুক্তি পাবে। ছবির ৯৫ ভাগ অংশের শুটিং হবে তুরস্কে। কয়েকদিন ঢাকায় শুটিং হবে।
কবির আরও জানিয়েছেন, ‘নেত্রী: দ্য লিডার’ ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য থাকবে।
ছবিটির সঙ্গে বাংলাদেশের পরিচালকের পাশাপাশি তুরস্কের পরিচালকও যুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :